ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক নিষেধাজ্ঞার দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ আয়োজিত সমাবেশ থেকে ‘গণবিরোধী শক্তি নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।
এর আগে দুপুরে ইনকিলাব মঞ্চ একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে এবং তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদও এ দাবিতে মিছিল করে, যা কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।
বিকেলে সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত মিছিলে বিভিন্ন স্লোগান উঠে আসে, যার মধ্যে ছিল— ‘গড়িমসি বন্ধ কর, অবৈধ শক্তি নিষিদ্ধ কর’, ‘লড়াই করে বাঁচতে চাই’, ‘গণতন্ত্র রক্ষার সংগ্রাম চলছে’।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এ বি যুবায়ের বলেন, “যারা গণহত্যা চালিয়েছে, ক্ষমা চায়নি, তাদের পুনর্বাসনের চেষ্টা কখনোই মেনে নেওয়া হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে অবস্থান নেব।”
তিনি আরও বলেন, “আমরা চাই গণভোটের মাধ্যমে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নিক।”
সমাবেশ থেকে আগামীকাল শনিবার বিকেলে অবস্থান কর্মসূচি ও গণ-ইফতার আয়োজনের ঘোষণা দেওয়া হয়। বক্তারা সবাইকে নির্দিষ্ট দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
