সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি গণহত্যা ও ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুসল্লিরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এসব মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন- উপজেলা ইসলামী আন্দোলনের আমীর মাও. মো. নজরুল ইসলাম, ইমাম ও খতিব মাও. মো. মহিউদ্দিন, মাও. মোহাম্মাদ আলআমিন মুন্সি, পৌর ছাত্রদলের সাবেক আহŸায়ক আবদুল্লাহ আল ফাহাদ, সিনিয়র সহসভাপতি বাউফল ইসলামী তরুণ সমাজের সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহসভাপতি অলিউল্লাহ রিপন প্রমূখ।
গণহত্যার প্রতিবাদ ও যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন,‘ যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর গণহত্যা চালিয়ে যাচ্ছে। মার্কিনীদের সরাসরি মদদে এ গণহত্যা চালানো হচ্ছে। জাতিসংঘ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। তারা পূজিবাদের বিরুদ্ধে কথা বলতেও ভয় পাচ্ছেন। বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবিও তুলেন মুসুল্লিরা।
প্রবণতা
- কেন্দ্রের বিপুল ঋণ গ্রহণের পরিকল্পনা: আসন্ন আর্থিক বছরে ৮ লক্ষ কোটি টাকা ঋণ নেবে মোদী সরকার
- কালীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা আটক
- জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন
- রংপুরে ডিবি’র অভিযানে তিন কেজি গাঁজা উদ্ধার
- যুক্তরাষ্ট্রে ব্রায়ান থম্পসনের হত্যায় মৃত্যুদণ্ডের আবেদন, লুইজি ম্যানজিওনের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ
- মাদারীপুর ঘুরতে গিয়ে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে তিনজনকে কুপিয়ে হত্যাচেষ্টা
- পরকীয়ার অভিযোগে গৃহবধূ ও যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন