শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ১৭ ই রমজান। এদিন মুসলিমরা প্রথম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জণ করেছিল। যা ছিল মুসলিম জাতির জন্য মাইল ফলক। সেই ঐতিহাসিক দিবস পালনে নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন কমিটির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৪ টায় আল হুদা স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সেক্রেটারী আলহাজ মাহজারুল ইসলাম, নায়েবে আমীর শফিকুল ইসলাম এবং ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী।
ইফতার পূর্ব এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাস্টার খায়রুল আলম। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারী মাওলানা এনামুল হক। উপস্থিত ছিলেন ইউনিয়নের কর্মীসহ সুধী ও সাধারণ রোজাদারগণ। আলোচনা শেষে ইফতার মাহফিলে স্থানীয় লোকজনও অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি জেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, বদর দিবসের মূল শিক্ষা হলো সংখ্যায় কম হলেও আল্লাহর উপর তায়াক্কুল করে যে কোন বৃহৎ কাজে নিয়োজিত হলে আল্লাহর সাহায্যে বিজয় আসবে। এজন্য একমাত্র শর্ত হলো পরিপূর্ণভাবে আল্লাহর উপর আস্থা রেখে তার নির্দেশিত পথে দৃঢতার সাথে চলা। আর রজমান সেই শিক্ষাই দেয় আমাদেরকে। রমজানের শিক্ষা তথা ফসল ঘরে তুলতে হলে আমাদেরকে ত্বাকওয়া অর্জন করতে হবে। যেভাবে তিনি বলেছেন।
তিনি আরও বলেন, রমজান থেকে আমরা শিক্ষা নেইনা বলেই আজ সমাজে এত বিশ্ঙ্খৃলা আর অনিয়নম। প্রতিবছর রোজা রাখলেও এর হক আদায় না করার কারণে আমাদের জীবনে রমজানের প্রভাব নেই। আর এজন্য প্রধানত দায়ী আমরাই। আমরা সুদ, ঘুষসহ সকল প্রকার অপকর্মের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহর ইবাদতগুলো যেন লোক দেখানো ভাবে পালন করি। অথচ ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। সেক্ষেত্রে আমাদের কোন সতর্কতা নেই।
প্রধান অতিথি জামায়াতের কর্মীসহ উপস্থিত সকলের প্রতি আল্লাহর জমিনে কুরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটি কল্যাণমুখী সমাজ তথা রাষ্ট বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, কুরআন নাজিলের কারণে রজমানের একটি রাত হাজার বছরের চেয়ে উত্তম হয়েছে। তাই এই কুরআন দিয়ে যদি দেশ ও জাতি পরিচালিত হয় তাহলে সেই দেশ ও জাতিও সেরা হবে ইনশাআল্লাহ।