বরিশাল প্রতিনিধি।
বাকেরগঞ্জ উপজেলা ছাত্র শিক্ষক ঐক্য পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯/৩/২০২৫ ইং বুধবার ১৮ রমজান বাদ আসর বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্র শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান খানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী হাওলাদার, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর আহমেদ, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সফিকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ শাজাহান হাওলাদার, শিক্ষক নেতা শেখ মোঃ মহসিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সম্পাদক সম্পাদক উত্তম কুমার দাস, মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দাস সিনিয়র যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মোল্লা, সাংবাদিক তালুকদার মোঃ জুয়েল, সহকারী শিক্ষক সালেহীন আহমেদ প্রমূখ।
এছাড়াও ইফতার মাহফিলে ছাত্র প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের পূর্বে মোঃ ফজলুর রহমান মোল্লাকে সভাপতি ও মোঃ হাবিবুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য উপজেলা ছাত্র শিক্ষক ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।