বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ঢাকা থেকে ভাড়া করা গাড়ি ছিনতাইয়ের পর বোয়ালমারী বাজার থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ঢাকার বাড্ডা এলাকা থেকে গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মোবাইল ফোনের (০১৬০৫২৩৯৫১১) মাধ্যমে গোপালগঞ্জের মুকসুদপুর যাওয়ার জন্য ঢাকা মেট্রো-চ ১৯০৮৩৪ নম্বরের একটি মাইক্রোবাস ভাড়া করে ৫জন যাত্রী। এদের মধ্যে একজন নারী যাত্রীও ছিল। এক পর্যায়ে গাড়ীর চালক জামাল হাওলাদারকে যাত্রীরা কাশিয়ানীর ব্যাসপুর নামবো বলে জানায়। ওইদিন রাত সাড়ে ৪টার দিকে ব্যাসপুর এলাকায় নারী যাত্রীসহ তিনজন নেমে যায়। এ সময় চালক জামাল গাড়ীর পিছনের ব্যাকডালা খুলে লাগেজ নামাতে গেলে গাড়ীতে থাকা দুইজন গাড়ীটি নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গাড়ীর মালিক সোহেল রানা খবর পেয়ে জিপিএসের মাধ্যমে গাড়ীর লোকেশন সনাক্ত করে ৯৯৯ ফোনের মাধ্যমে ফরিদপুরের বোয়ালমারী থানাকে জানানো হয়। বোয়ালমারী থানা পুলিশের উপপরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে বোয়ালমারী বাজারের অগ্রনী ব্যাংকের সামনে থেকে গাড়ীটি উদ্ধার করে থামায় নিয়ে যায়।
এ ঘটনায় নারীযাত্রীসহ দুইজনকে বুধবার ভোররাতে আটক করেছে গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশ। বিষয়টি কাশিয়ানী থানার এএসআই সরোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, ৯৯৯ ফোন পেয়ে বোয়ালমারী বাজার থেকে ছিনতাইকৃত গাড়িটি উদ্ধার করে থামায় আনা হয়। যেহেতু ঘটনা স্থল কাশিয়ানী থানার মধ্যে তাই গাড়িটি কাশিয়ানী থানা পুলিশের কাছে দুপুর আড়াইটার দিকে হস্তান্তর করা হয়েছে।
ছিনতাইয়ের ঘটনায় কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।