জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর ধাময়ইরহাট উপজেলার দৈওউল বাড়ি গ্রামের এক অসহায় পরিবারের উপর মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী ও ভুক্তভোগীর পরিবারের লোকজন। আজ গতকাল বুধবার (১৯ মার্চ) বেলা ১২ টার দিকে ধামইরহাট উপজেলার দৈওউল বাড়ি গ্রামের ভুক্তভোগী লিজার নিজ বাড়ির আঙ্গিনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লিজা বলেন, প্রায় ১০ বছর আগে নওগাঁ সদর চকবাড়িয়া এলাকার মৃত আব্দুল
আজিজ সরদারের ছেলে আত্তরঙ্গযেব সরদার ওরফে ডিয়ারের সাথে বিয়ে হয়। বিয়ে পর তার মা লায়লা আঞ্জুমান তাদের বিয়ে অস্বীকার করেন । তখন নিরুপায় হয়ে সদর গ্রীন সিটিতে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী শান্তিপূর্ণভাবে ১০ বছর যাবত বসবাস করেন। বসবাস করা কালে সড়ক দুর্ঘটনায় তার স্বামী আত্তরঙ্গযেব ডিয়ারের মৃত্যু হয়। মৃত পরে শাশুড়ি আমার পরিবারের বিরুদ্ধে পরপর ৩-৪ টি মিথ্যা মামলা দায়ের করেন। এবং উক্ত তিনটি মামলা থেকে খালাস পায় ও আরোও একটি মামলা চলমান রয়েছে।এমন অবস্থায় আমিও আমার পরিবার নিরাপত্তাহীন ভাবে ভুগছি। তার ছেলের মৃত হওয়ার ২৪ দিন পর শাশুড়ি জেলা কৃষক লীগের নেত্রী লায়লা আঞ্জুমান প্রভাব দেখিয়ে বাদি হয়ে আমার পরিবারের সদস্য ইব্রাহিম হোসেন, হাফিজুর রহমান, তৌফকুল ইসলাম, রবিউল ইসলাম ও রেজাউল করিম বিরুদ্ধে মিথ্যা মামলা করেন।
তারা আরো বলেন,কৃষক লীগের নেত্রী লায়লা আঞ্জুমান তার ছেলের মৃত হওয়ার পর লিজার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করে আসছে। তাই বিষয়টি তদন্ত করে নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি করেন। উল্লেখ্য কথিত জেলা কৃষকলীগের নেত্রী লায়লা আনজুমান কে তদন্ত সাপেক্ষে আইনের আওতায়নে এনে সুষ্ঠু বিচার দাবিও জানান বক্তারা।