মারুফ সরকার, প্রতিবেদক :
১৭ ই রমজান বদর দিবস উপলক্ষে গতকাল ১৮ মার্চ’২৫ মঙ্গলবার জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পল্লবী থানা শাখার উদ্যোগ “শুহাদায়ে বদরের চেতনা ও করণীয়” শীর্ষক আলোচনা সভা ও সাহাবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে মিরপুর-১০ এর
রাব্বানী হোটেল এন্ড রেস্টুরেন্টে। ব্যাতক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পল্লবী থানা শাখা।
শাখা সভাপতি মুফতী মাহবুবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও মুফতী নাছির মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাহরী মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ডাক্তার মুফতি মোহাম্মদুল্লাহ আনসারী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ হল সকল ঘরানার আলেম উলামাদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। যখনই যেখানে ইসলাম, মুসলমান, আলেম-উলামাদের উপর জুলুম, অত্যাচার করা হবে তখনই জাতীয় উলামা মাশায়েখ আইমা পরিষদ তার প্রতিবাদ-প্রতিরোধ করবে। এজন্য পল্লবীর সকল ঘরানার উলামায়ে কিরামদেরকে সম্পৃক্ত করে ভারতে মুসলমানদের নিরাপত্তাহীনতা ও গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে কঠোর ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের গণমানুষের প্রিয় নেতা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মুফতি সাইফুজ্জামান, মুফতি মোঃ মাছউদুর রহমান, মুফতি মেরাজুল হক, আলহাজ্ব গোলাম মোস্তফা, মুফতি আব্দুর রশিদ নোমানী, মুফতি হুজাইফা, হাফেজ মাওলানা আবু হানিফ প্রমুখ।