সিলেট ব্যুরো:- জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল শাহপরান থানা কমিটি বাতিলের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে পদবঞ্চিত সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ মার্চ ) রাত১ ঘটিকার সময় সিলেট শাহপরান মাজার গেইট তামাবিল সড়ক এলাকায় ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ হয়।
এসময় উপস্থিত ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম উজ্জ্বল ও সেচ্ছাসেবকদলের অন্যান্য নেতৃবৃন্দ আগামী ৪৮ ঘন্টার মধ্যে কমিটি বাতিল করে, ত্যাগী ও দলের সাহসীদের দিয়ে কমিটি গঠনের দাবি করে আল্টিমেটাম দেন।
এসময় সাইফুল ইসলাম উজ্জল বলেন, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের সদস্য সচিব আফসর খান তাকে ১ লাখ টাকা দিলে কনিটির আহবায়ক বানিয়ে দিবেন বলেে জানান। উজ্জল এতে রাজি না হওয়াতে তাকে কমিটিতে রাখা হয় নি।
তিনি বলেন, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে যুবলীগের জাহাঙ্গীর আলমের মেজরটিলা বাসায় আড্ডা দিতেন। তিনি জাহাঙ্গীরের কথামতো কমিটিতে ছাত্রলীগ, যবলীগের কয়েকজনকে স্হান দেন।
তিনি বলেন, এই কমিটিতে দলের ত্যাগীদেরকে অমূল্যায়ন করা হয়েছে, দলের কর্মীদেরকে বাদ দিয়ে টাকার বিনিময়ে আওয়ামীলীগ যুবলীগ নেতাদের দিয়ে গঠন হয়েছে কমিটি। আমরা দীর্ঘদিন থেকেই রাজপথে আছি, আমরা আমাদের পক্ষ থেকে সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটি ও সিলেটের বিএনপির সিনিয়র নেতাদের এই বিষয়টি অবগত করছি বিষয়টি দেখার জন্য, অন্যথায় আমরা আন্দোলন গড়ে তুলব।
এর আগে মঙ্গলবার (১৮মার্চ) ৬টি থানার সেচ্ছাসেবকদলের কমিটি ঘোষনা করা হয়। জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান স্বাক্ষরিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।
প্রবণতা
- উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- দুমকিতে জুলাই-আগষ্টে শহীদের মেয়েকে সংঙ্ঘবদ্ধ ধর্ষণ
- তৈরি হচ্ছে বিষাক্ত কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য
- সৈয়দপুরে আলহাজ্ব মোহাম্মদ তসলিমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- জুলাই অভ্যুত্থানে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ
- বড়লেখার চা বাগানে সবুজের জাগরণ
- জবিস্থ জামালপুর জেলা ছাত্র কল্যাণের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- গাইবান্ধার সিনিয়র সাংবাদিক মশিয়ার রহমান খানের ইন্তেকাল : বিভিন্ন মহলের গভীর শোক