সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ক্বেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল (সাবেক পিজি হাসপাতাল) এর সহকারী প্রক্টর ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মো: এরশাদ আহসান সোহেল এর উদ্যোগে নিয়ামতপুর স্কুল এন্ড কলেজ মাঠে মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর তিনটায় শুরু হয় এ অনুষ্ঠান।
ক্বেরাত প্রতিযোগিতায় ৫ টি মাদরাসার মোট ২৫ জন প্রতিযোগি অংশ নেয়। প্রতিযোগিতায় ১ম. ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে ক্রেস্ট এবং অংশগ্রহণকারী সকলকের হাতে মহা গ্রন্থ কোরআন তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
পরে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, মো. আজিজুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, করিমগঞ্জ উপজেলার সাবেক চেয়ার ম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দুলাল শিকদার, করিমগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন দেশে আবার যাতে ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে এর জন্য ৩১ দফা বাস্তবায়নে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান ।
ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।