নেত্রকোণার প্রতিনিধি,
নেত্রকোণার মদনে সপ্তম শ্রেনির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে আনোয়ার (২০) নামের এক যুবকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার কেন্দুয়া উপজেলার গুগ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আনোয়ার মদন উপজেলার বাঁশরী জয়নগর গ্রামের উছেন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেনির ছাত্রী। জীবিকার তাগিদে মেয়েটির মা চট্রগ্রামে পোশাক শ্রমিকের কাজ করেন। মেয়েটি তার স্বজনদের বাড়িতে থেকে লেখাপড়া করে। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে আনোয়ার প্রায় সময় মেয়েটিকে উত্যক্ত বিরক্ত সহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মেয়েটি ঘর থেকে বের হয়। পূর্বে থেকেই উৎ পেতে থাকা আনোয়ার মেয়েটিকে জোর পূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই মেয়েটির চাচা মদন থানার পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গোপন সংবাদে ভিত্তিতে মঙ্গলবার রাতে পাশ্ববর্তী কেন্দুয়া উপজেলার গুগ বাজার এলাকা থেকে আনোয়ার সহ মেয়েটিকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, ‘ অভিযুক্ত আনোয়ারকে আটক করা হয়েছে। মেয়েটিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। বুধবার মেয়েটির ডাক্তারী পরিক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নুরুল হক রুনু