সমাজসেবকরা সমাজের মানুষের জন্য কাজ করে তৃপ্তি পায়-ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী
পবিত্র মাহে রমজানে দুটি পাতা একটি কুড়ি সম্প্রীতির পূণ্যভূমি সিলেটে ‘সৎ পথের পথিকরা’ সংগঠনের আয়োজনে ব্যারিস্টার মোস্তফাকিম রাজা চৌধুরীর সহযোগিতায় ইফতার ও বিশ্বশান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার ১৮ মার্চ (১৭ রমজানে) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল একাডেমির সামনে সহ তিনটি স্থানে সিলেটের সেবামূলক সংগঠন “সৎ পথের পথিকরা” সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আয়েশা সিদ্দিকা প্রিয়ার সার্বিক তত্বাবধানে এক অনন্য ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
মহতী আয়োজনে প্রধান অতিথি ছিলেন দৈনিক পুণ্যভূমির সম্পাদক মন্ডলীর সভাপতি, সিলেটে ৩ আসনে আগামি দিনের কাণ্ডারি ফেন্সুগঞ্জের কৃতি সন্তান, মানবিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মানবিক ব্যক্তিত্ব দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক উৎফল বড়ুয়া, বন্ধু মহল রক্তদান সোসাইটি প্রতিষ্ঠাতা রুমান আহমেদ, বিজয়ের কন্ঠের সাংবাদিক নাহিম। আরো উপস্থিত ছিলেন সৎ পথের পথিকরা সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কাকলি বেগম, সভাপতি লিজা আক্তার, অর্থ সম্পাদক আতাউর রহমান রাব্বি, সাংগঠনিক সম্পাদক সামিয়া সামি প্রমুখ।
ব্যারিস্টার রাজা চৌধুরী বলেন, দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে সাহায্যে সহযোগিতা করা মানুষ হিসেবে মানবিক দায়িত্বের মাঝে পড়ে। যারা এ মহৎ কাজে নিজেদের জড়িয়েছেন তারাই সমাজসেবক হিসেবে সমাজে পরিচিত। সমাজের সকল মানুষ সমাজ সেবার কাজের মানসিকতা থাকে না। শুধু অর্থ থাকলে সেবা করা যায় না সেবার ইচ্ছে ও মানসিকতার উপর নির্ভর করে। আর্থিক ভাবে ধনবান কিন্তু মানবসেবার মানসিকতা না থাকলে সেবামূলক কাজ তাদের দিয়ে হয় না। সেবার কাজের ক্ষেত্রে প্রতিটি কাজের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা থাকতে হবে। তবে কাজের প্রতি দায়িত্বশীল বাড়বে। স্বেচ্ছায় সমাজের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করা। অবহেলিত সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশার মানুষেরা সমাজসেবকদের কাজ থেকে সেবামূলক কাজ গ্রহণ করে থাকে। সমাজসেবকরা সমাজের মানুষের কাজ করে তৃপ্তি পায়। তারা সমাজে উচ্চ মর্যাদাবান মানুষের মনের মাঝে বেঁচে থাকেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, আজকের এই কার্যক্রমে যারা ভলেন্টিয়ারী দ্বায়িত্ব পালন করছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।
বার্তা প্রেরক
উৎফল বড়ুয়া
সিলেট