কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
কাপাসিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার “পল্লী মডিউল কনভেনশন সেন্টারে” অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইমরান হোসেন শিশিরের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসাইন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মাসুম সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন, আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, আ ন ম সফিকুল ইসলাম জেকি, কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষক আনোয়ার সাদেক, বিএনপি নেতা ফখরুল আলম বাদল, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, যুবদল নেতা নূরুজ্জামান, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রুহুল আমিন সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি টিপু। প্রমুখ। এছাড়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাপাসিয়ার কৃতিসন্তান প্রয়াত ড. গোলাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত মাহমুদুল হাসান সারোয়ার সোহেল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমিনুল হক সাদেক, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন মনির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মনজুর হোসেন মিলন, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জলিলুর রহমান সবুজ, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ সকল প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত এবং দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অসুস্থ সকল নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসএম মাসুদ
কাপাসিয়া গাজীপুর