লালমোহাম্মদ কিবরিয়া : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামে ১৭ মার্চ সোমবার রাত ২টার দিকে শ্রীবরদী থানার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জঙ্গলপাড়া গ্রামে গভীর রাতে অভিযান পরিচালনা করেন ।
এসময় আমদানী নিষিদ্ধ ২৪ বোতল ভারতীয় মদসহ হাফিজুর রহমান নামের এক যুবক কে হাতেনাতে আটক করে। মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান শ্রীবরদী উপজেলার বগুলাকান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পরে তার বিরুদ্ধে শ্রীবরদী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদ হোসেন গণমাধ্যম কে বলেন, ভারতীয় মদসহ হাফিজুর রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।