মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:
মানিকগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল হোয়াইটসঅ্যাপ নাম্বার হ্যাক হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল ১১ টার দিকে হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.মনোয়ার হোসেন মোল্লা।
জানাগেছে, মানিকগঞ্জের জেলা প্রশাসকের সরকারি নাম্বার ০১৭১৩- ৩৫৩৩০০ হোয়াইটসঅ্যাপ নাম্বার থেকে হঠাৎ সকাল ১১টার দিকে জেলার বিভিন্ন লোকজনের কাছ থেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা চেয়ে মোবাইলে পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে মেসেজ দেন। বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হলে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা নিজে সোস্যাল মিডিয়ার কাছে বক্তব্যের মাধ্যমে নাম্বার হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে সকলকে সতর্ক করেন তিনি।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা জানান, তার সরকারি ব্যবহৃত মোবাইল নাম্বার হোয়াইটসঅ্যাপ হ্যাক করা হয়েছে। বিভিন্ন লোকজনের কাছে বিকাশ নাম্বার দিয়ে টাকা চাওয়া হচ্ছে। কেউ যেন হ্যাক হওয়া নাম্বারে টাকা পয়সা লেনদেন না করেন সে ব্যাপারে সর্তক করে দেন।