সত্যজিৎ দাস:
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ‘মুক্তিভবনে’ হামলা: ছাত্র ইউনিয়ন,(সিলেট শাখাও) তীব্র নিন্দা ও প্রতিরোধের আহ্বান জানিয়েছে।
রাজধানী ঢাকার পুরানো পল্টনে অবস্থিত **বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় ‘মুক্তিভবন’-এ দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি এ ঘটনাকে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
গত ১৪ মার্চ সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মুক্তিভবনের নিরাপত্তাকর্মীদের মারধর করে এবং ভবনের বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। এই হামলার নেপথ্যে থাকা চক্রান্তের বিরুদ্ধে সরব হয়েছে ছাত্র ইউনিয়ন,যা দেশের রাজনৈতিক দমন-পীড়নের নতুন রূপ বলেও অভিহিত করেছে সংগঠনটি।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ বলেন,”মুক্তিভবন শুধু একটি রাজনৈতিক কার্যালয় নয়, এটি গণতন্ত্র, শ্রমিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের ঐতিহ্যের স্মারক। যারা এই ঐতিহাসিক প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, তারা শুধু একটি ভবন নয়, মুক্তিযুদ্ধের চেতনার ওপরই আঘাত হেনেছে।”
তিনি আরও বলেন,”বাংলাদেশ ছাত্র ইউনিয়ন স্পষ্টভাবে বলতে চায়—ফ্যাসিবাদী শক্তির কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এমন হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা দৃঢ়ভাবে সরকারের কাছে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
ছাত্র ইউনিয়ন বলেছে,’মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি নাগরিক ও সংগঠনের এখন দায়িত্ব হলো ফ্যাসিবাদী শক্তির প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়া। তারা আরও উল্লেখ করে,গণতন্ত্র ধ্বংসের এই অপচেষ্টার বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন রাজপথে দৃঢ় অবস্থান নেবে’।