উৎফল বড়ুয়া:
চট্টগ্রামের রাউজান উপজেলাধীন ধূমারপাড়া আনন্দ বিহার’র বিশিষ্ট উপাসক প্রিয় রঞ্জন বড়ুয়া ও ত্বদীয় সহধর্মিণী রেণু প্রভা বড়ুয়া’র ৫ম প্রয়াণ বার্ষিকীতে তাঁদের এবং পরলোকগত জ্ঞাতিবর্গের পুণ্যস্মৃতি স্মরণ, জ্ঞাতিবর্গের মঙ্গল কামনায় পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলপরিত্রাণ পাঠ ও ধর্মসভা অনুষ্ঠান শুক্রবার ১৪ মার্চ রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন কার্য়ালয় স্বপ্নীল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ছাদাংগরখীল পূর্বারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেববংশ থের, সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর সাধারণ সম্পাদক ভদন্ত সুমনানন্দ থের, অনুষ্ঠানের উদ্বোধন করেন ধূমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু। সদ্ধধর্মদেশক ছিলেন ভদন্ত মহানাম ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞাতিষ্য ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন মিলন কান্তি বড়ুয়া, স্বাগত ভাষন প্রদান করেন লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজল কান্তি বড়ুয়া, কনক বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন উচ্ছ্বাস বড়ুয়া, অনিক বড়ুয়া। অনুষ্ঠানে রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের কল্যাণমিত্র ও প্রমূখ জ্ঞাতিবর্গ উপস্থিত ছিলেন।।