গণঅভ্যুত্থানে সক্রিয় তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ইঙ্গিত দিলেন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মোহাম্মদ হিযবুল্লাহ (আরেফিন)। বৃহস্পতিবার রাতে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
হিযবুল্লাহ জানান, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের সঙ্গে আলাপ ও পরামর্শের মাধ্যমে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের দিকে এগোচ্ছেন। তিনি বলেন, “বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই ব-দ্বীপের সামাজিক চুক্তিসমূহ পুনর্বহাল করাই হবে আমাদের রাজনীতির মূল ভিত্তি।”
নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দেশে রাজনীতি এখন চাঁদাবাজি ও দুর্নীতির ওপর নির্ভরশীল। আমরা এই পলিটিক্যাল ইকোনমির পরিবর্তন করতে চাই। যেখানে পেশিশক্তি-নির্ভর রাজনীতি প্রচলিত, সেখানে আমরা গণতন্ত্র, সম্মান ও অংশীদারিত্ব নিশ্চিত করতে চাই।”
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থানের ঘোষণা
হিযবুল্লাহ তার পোস্টে ভারতীয় আগ্রাসন ও আঞ্চলিক আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা এবং দেশের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
নারীদের অধিকারের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ হবে নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র। নারীর হক, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে আমাদের রাজনীতির মূলমন্ত্র।”
তিনি আরও জানান, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর সর্বত্র ন্যায়-নীতি ও ইনসাফ প্রতিষ্ঠাই হবে তাদের দলের মূল লক্ষ্য।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোহাম্মদ হিযবুল্লাহর এই ঘোষণা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ কীভাবে বাস্তবায়িত হয়, সেটি সময়ই বলে দেবে।