কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি , এসএম মাসুদ ;
জাতীয় পরিচয় পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবীতে সারাদেশে ন্যায় গাজীপুরের কাপাসিয়া নির্বাচন অফিসের কর্মকর্তা -কর্মচারীরা আজ বৃহস্পতিবার বেলা ১১থেকে -১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে।
স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচীতে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলার নির্বাচন অফিসার তামান্না রশীদ, অফিস সহকারী শামসুদ্দিন, ডাটাএন্টি অপারেটার সহ অনেকে। কর্মকর্তারা জানান, এনআইডি এমন ভাবে (জন্ম) তৈরি করা হয়েছে এটা কমিশন থেকে আলাদা করার মতো নয়।
এটা একটা ডাটাবেইজ। এটা আলাদা করলে ভোটার তালিকা ও এনআইডি সেবা দারুণ ভাবে ব্যহত হবে।