সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
আওয়ামী লীগ এখন মৃত দল,তাদের নেত্রীই দলকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন— এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের আশঙ্কায় সরকার দেশ ছেড়ে পালিয়েছে এবং এখন বিদেশ থেকে ষড়যন্ত্র করছে।
বুধবার (১২ মার্চ) মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান বলেন,“গত ১৫ বছরে জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। সেই অর্থ এখন রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করা হচ্ছে। তাই এখনই ঐক্যবদ্ধ হতে হবে।”
সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন রানু মিয়া, সাধারণ সম্পাদক মীর শামীম আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মো. মখলিছুর রহমান খালিছ। মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন,আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, মো. ফখরুল ইসলাম,বকসী মিসবাউর রহমান, মুজিবুর রহমান মজনু এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আয়াছ আহমদ।
সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ বদরুল আলম এবং যুগ্ম আহ্বায়ক মো. মারুফ আহমেদ।
এসময় নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার প্রতিশ্রুতি দেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।