বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুর রউফ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি রুম্মান ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলা সেক্রেটারি শাহারুল ইসলাম, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বনগ্রাম ইউনিয়ন সেক্রেটারি মো.আব্দুল ওয়ারেছ।