কমলগঞ্জ (মৌলভীবাজার,) প্রতিনিধি ঃ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের প্রথম কোন প্রতিষ্ঠান হিসেবে ইউনেস্কো হামাদান এওয়ার্ড ২০২৪ অর্জন করে। এ পুরষ্কার থেকে প্রাপ্ত অর্থ বিদ্যালয়ের শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি ও ও শিক্ষকের দক্ষতা উন্নয়নের জন্য ব্যবহৃত হবে।

এ লক্ষ্যে মংগলবার(১১ মার্চ) সকাল সাড়ে এগারোটায় মৌলভীবাজারের কমলগঞ্জে সংস্থার মৌলভীবাজার সিডিপি অফিস প্রাঙ্গণে প্রকল্প ব্যবস্থাপক শেখ জুবেল মিয়ার সভাপতিত্বে ও একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিজানের সঞ্চালনায় ইনসেপশন মিটিং এ প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন।প্রজেক্টরের মাধ্যমে প্রকল্প ব্যবস্থাপক মূল বিষয় উপস্থাপনের পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মৌলভীবাজার সিডিসি চেয়ারপারসন বিলকিস বেগম,সিডিসি মেম্বার সাংবাদিক শাব্বির এলাহী, তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন আহমেদ, হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ও কাউয়ারগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম। তারা নিজেদের বক্তব্যে উপস্থাপিত বিষয়গুলোর ভূয়সী প্রশংসা করেন।
শাব্বির এলাহী, কমলগঞ্জ