শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা ও মৌলভীবাজার জেলা প্রজন্ম দলের প্রচার সম্পাদক জাহেদ আলীর উদ্যোগে আজ ১০ রমজান শ্রীমঙ্গল চৌমুহনীতে ২৫০ জন পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়। এই মানবিক উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান করেন কাতার প্রবাসী জনি আহমেদ।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি জালাল আহমেদ জিপু এবং উপজেলা যুবদল নেতা রুবেল আহমেদসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
জাহেদ আলী বলেন, “রমজানের পবিত্র মাসে সমাজের সকল স্তরের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ইফতার বিতরণের মাধ্যমে আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য।” স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে।
উল্লেখ্য, রমজান মাসজুড়ে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে।