সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত এক কিশোরীকে (১৬) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে প্রধান অভিযুক্ত আবু সুফিয়ান (২২)কেও গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
জানা গেছে,গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল ৪টায় শ্রীমঙ্গলের উত্তর সাকিন এলাকায় ভিকটিমের বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করা হয়। অভিযুক্ত আবু সুফিয়ান তার সহযোগীদের সহায়তায় এ অপহরণ করেন। ভিকটিমের মা ওই ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
থানা সুত্রে জানা যায়,মামলার পর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. মহিবুর রহমান প্রযুক্তি ব্যবহার করে আসামি ও ভিকটিমের অবস্থান শনাক্ত করেন। গতকাল সোমবার (১০ মার্চ) দুপুর ১টায় নোয়াখালীর বেগমগঞ্জ থানার গণিপুর এলাকা থেকে অভিযুক্ত আবু সুফিয়ানকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে,এই ঘটনায় আরও সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।