১০ মার্চ (সোমবার) বেলা ১১ টায় জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নে গণসংযোগ করে দলটির এমপি প্রার্থীসহ নেতাকর্মীরা।
আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর এখন দেশ পরিচালনা করছে অন্তবর্তীকালীন সরকার।
দ্রুত নির্বাচন নিয়ে বিএনপি আগ্রহ দেখালেও জামায়াত চায় আগে সংস্কার। এরই মধ্যে সারাদেশে সংসদ নির্বাচনের ৩০০ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সারাদেশে কর্মী সমাবেশ ও দাওয়াতি গণসংযোগ করছে সংগঠনটি।
তারই অংশ হিসেবে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর উপজেলা) আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী ও মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক একেএম ফখরুদ্দিন রাজি সিরাজদিখান উপজেলার রাজানগর বাজার ও ভাড়ারিয়া বাজারে দাওয়াতি গণসংযোগ করছেন।
গণসংযোগে নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে দোয়া ও ভালোবাসা চান এবং আল্লাহর আইন, সৎ লোকের শাসন চান।
অধ্যাপক একেএম ফখরুদ্দিন রাজি বলেন, এলাকার মানুষের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমি মানুষের জন্য কাজ করছি, তাদের সুখে-দুঃখে থাকার চেষ্টা করছি। দল যেহেতু আমাকে এ আসনে মনোনয়ন দিয়েছে ভবিষ্যতেও নিজের সর্বোচ্চ দিয়ে জনগণের জন্য কাজ করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব মাওলানা মোঃ কবির হোসেন। রাজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা।
বিশিষ্ট ব্যবসায়ী মনা চৌধুরীসহ প্রায় শতাধিক অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ।