মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ (সোমবার) উপজেলার ৩ নং রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর (ভাড়ারিয়া) বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজানগর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ আসর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে ও মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে ইফতার পূর্ব পর্যন্ত রমজানের পবিত্রতা ও তাৎপর্য এবং যাকাত শীর্ষক আলোচনা সভা হয়। পরে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি।
কয়েকশত রোজাদার ব্যক্তি ইফতার মাহফিলটিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও মুন্সিগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব অধ্যাপক একেএম ফখরুদ্দিন রাজি।
প্রধান অতিথি বলেন, রমজান তাকওয়া অর্জনের মাস। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বকে অপরাধমুক্ত করতে হলে তাকওয়ার বিকল্প নেই। রমজান মুসলমানদের আদর্শ চরিত্র গঠন, নিয়মানুবর্তিতা ও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়। হিংসা বিদ্বেষ হানাহানি ও আত্ম অহংকারবোধ ভুলে গিয়ে সুখী সুন্দর ও সমৃদ্ধি শালী সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি হতদরিদ্রদের প্রতি সাহায্য সহযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতার পরামর্শ দেন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলার জামায়াতে ইসলামীর আমীর জনাব মাওলানা মোঃ কবির হোসেন ও সেক্রেটারী মোঃ ওয়াসিম মিয়া এবং মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান।
উপস্থিত ছিলেন, রাজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মনির হোসেন, বায়তুল মাল সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন ৭ নং ওয়ার্ড সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কাশেম, মোঃ মিজানুর রহমান, মোঃ মনির হোসেন, মোঃ মফিজুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা সাবেক যুবদল জয়েন সেক্রেটারী মোঃ শহীদুল্লাহ বাবু, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপির টীম সদস্য মোঃ দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবদল সেক্রেটারি মোঃ রিয়াদ বেপারী ও মোঃ খাইরুল ইসলাম।