স্টাফ রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:
চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিনি অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এর সভাপতিত্বে জাতীয় দুর্যোগপ্রস্তুতি দিবসওমহড়া উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওউপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ মোতুজা’র উপস্থিতিতে ফায়ার সার্ভিসের একদল চৌকস অফিসারদের দিয়ে গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ডের মহড়া প্রদর্শন করে।

উপজেলা মিনি ওডিটোরিয়াম হল রুমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের প্রতিপাদ্য :”দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাসায় প্রাণ ক্ষয়ক্ষতি “এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুস সবুর কাজল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চরভদ্রাসন স্টেশন অফিসার শরীফ মর্তুজা। চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সুদেব রায়, বাংলাদেশ প্রেস ক্লাবের চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা। মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার ইয়াহিয়া মাহমুদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন। শিক্ষক, সাংবাদিক ইউপি সদস্য সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।