পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু’র বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার বিকাল ৫টার সময় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাইকগাছা পৌরসদরে মধুমিতা পার্কের পশ্চিম পাশে টিপু’র ভাড়াটিয়া বাড়িতে বৈদ্যুতিক সংযোগে সর্ট সার্কিট হয়ে ৮/৯ টি পরিবারের ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা ধারনা করছেন বৈদ্যুতিক শর্ট-সার্কিট হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
অগ্নিকাণ্ডের পাশের বাড়ির ভাড়াটিয়া এএসআই শাহনাজ পারভিন বলেন আমি তখন রোজা এবং ইফতারির রান্না করছিলাম, হঠাৎ দেখি জানালা দিয়ে আমাদের ঘরে ধোঁয়া ও আগুনের লেলিহান ঢুকছে। বাহিরে গিয়ে দেখি পাশের ঘরবাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রতিবেশী ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন প্রথমে পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, এসময় বিদ্যুৎ চলে গেলে ছাদের রিজার্ভ ট্যাংকির পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আগুনে আমার দোতলা বাড়ির দুটি জানালা এবং টাইলস এর ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাইকগাছা থান অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন বলেন আমরা সংবাদ পাওয়া মাত্র সেখানে পৌঁছে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো বলেন এটা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সংযোগে সর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখবো কেউ শত্রুতা করে এটা ঘটিয়েছে কেমন।
তালা থানার ফায়ার ফাইটার মো. তুহিনুর রহমান জানান ১৫.০২ মিনিটে ৯৯৯ থেকে আমাদের কাছে কল ট্রান্সফার করে বলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম টিপু’র বাড়ি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আমরা তাৎক্ষণিকভাবে তালা থানা থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়িতে ১২ জন ফায়ার ফাইটার পাঠায় সেখানে।
শাহরিয়ার কবির