সদরুল আইনঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশ নিতে ইচ্ছুক এমন দলকে নিবন্ধন পেতে আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
সোমবার (১০ মার্চ) ইসি সচিব আখতার আহমেদের সই করা এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ক এর অধীনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে ইচ্ছুক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এ উল্লিখিত শর্তাবলী পূরণে সক্ষম রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশিকা মতো বিধিমালায় সংযোজিত ফরম-১ পূরণ করে আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।