হাবিবুর রহমান, (রংপুর) প্রতিনিধি-
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে (১০ মার্চ) সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আলতাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, সহকারী প্রোগ্রামার আফসানা রহমান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনজুরুল ইসলাম, উপসহকারি প্রকৌশলী তৌহিদুল ইসলাম, কোয়ালিটি স্কুলের অধ্যক্ষ শাহিদা পারভীন, এনজিও প্রতিনিধি মাহফুজ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আল-আমিন হোসেন, ফায়ার ফাইটার শাহিনুর ইসলাম, আতিকুর রহমান, জাহাঙ্গীর আলম, বাবুল হোসেন, মনিরুজ্জামান খন্দকার, আব্দুল মোতালেব প্রমুখ।