সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি,মোঃ শেখ ছোবাহান :
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা,নিপীড়ন,ধর্ষন,যৌনহয়রানি,অনলাইনে হেনস্থা ও আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার বিরুদ্ধে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মানববন্ধন কর্মসুচীর অংশ হিসেবে সদরপুর সরকারী ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ( সোমবার) দুপুর ১২ টায় সদরপুর সরকারী ডিগ্রী কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সদরপুর কলেজ শাখার সাধারন সম্পাদক হাসান সরকারের সঞ্চালনায় মানববন্ধন কর্মসুচীতে বক্তারা বলেন, দেশ আজ চরম নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
সহিংসতা, নিপীড়ন, ধর্ষন, যৌনহয়রানী, বিচারহীনতা, দিন দিন বেড়েই চলছে। বর্তমান সরকার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সম্পুর্ন ব্যর্থ হয়েছে। তাই আজ দেশে মব জাস্টিস পরিস্থিতি তৈরী হয়েছে। বক্তারা আরো বলেন, দেশে যে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হয়েছে তার জন্য সম্পুর্নভাবে দায়ী সরাষ্ট্র উপদেষ্টা । আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে না পারলে অবিলম্বে সরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। বক্তারা দাবী করেন আইন শৃংখলা পরিস্থিতির অবনতির কারনেই নারীর প্রতি সহিংসতা বাড়ছে। এতে ছাত্রসমাজসহ দেশের মানুষ আজ শংকিত। ধর্ষনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এর একমাত্র কারন আইন শৃংখলা রক্ষায় সরকার উদাসীন ও ব্যার্থ।
মানববন্ধন কর্মসুচীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সদরপুর উপজেলা শাখার ছাত্রদল নেতা তুষার মাহমুদ,ছাত্রনেতা মিজানুর রহমান সিনহা, কলেজ শাখার সাবেক সভাপতি রুমন মাতুববর, মশিউর রহমান মিঠু, কলেজ শাখার সভাপতি শামীম শিকদার সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।