মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি:
আজ সোমবার (১০ মার্চ) ২০২৫ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের কচুয়ায় দিবসটি পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’।
কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস ২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন,ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশে প্রতিবছরই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। প্রায় সারা বছরই বাংলাদেশকে কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। সঠিক সময়ে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা গেলে এসব দুর্যোগের ঝুঁকি হ্রাস করে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।’
স্বাগত বক্তব্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করাই দিবসটি পালনের লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম লিটন, ফায়ার সার্ভিস ও সিভিলস্টেশন অফিসার মাহতাব মন্ডল, সহকারী প্রকৌশলী মো. মফিজ উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।