রাজধানীর রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনের সময় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির মামলায় পুলিশের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, সাবেক ওসি মশিউর রহমান এবং এসআই তরিকুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ মার্চ) রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে ট্রাইব্যুনাল সূত্র নিশ্চিত করেছে।
গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তারা
১. অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম – খিলগাঁও জোনের সাবেক এডিসি, বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত।
2. মশিউর রহমান – রামপুরা থানার সাবেক ওসি, বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে কর্মরত।
3. এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া – রামপুরা থানা পুলিশের সাবেক কর্মকর্তা, বর্তমানে ডিএমপিতে কর্মরত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। জানা গেছে, আগামীকাল তাদের আদালতে হাজির করা হতে পারে।
এ মামলায় এর আগে ২৬ জানুয়ারি পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে ওইদিন রাতে চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়।
গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরায় এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত চালিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
এ মামলায় আরও গ্রেপ্তার হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।