মো.ইলিয়াস সানি,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার তজুমদ্দিনে ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানকে আটক করেন। আটক নুরনবী সিকদার বাবুল উপজেলার ১ নং বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান ও একটি কলেজের সহযোগী অধ্যাপক। পরে তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন যৌথ বাহিনীর সদস্যরা।
সুত্রে জানা গেছে, ডেভিল হান্টের অংশ হিসেবে রবিবার দুপুর ২ টায় কোষ্টগার্ড ও পুলিশ শশীগঞ্জ মধ্য বাজারে তার যৌথ মালিকানাধীন ডাচবাংলা এজেন্ট ব্যাংকের কার্যালয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নাশকতা সৃষ্টির সন্দেহে চেয়ারম্যান নুরনবী সিকদারকে (বাবুল)কে আটক করা হয়। আটকের পর সে বর্তমানে তজুমদ্দিন থানা পুলিশের হেফাজতে আছেন।
তজুমদ্দিন থানার এস আই মাসুম বলেন, ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে চেয়ারম্যান নুরনবী সিকদারকে আটক করেন যৌথ বাহিনী। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, নুরনবী সিকদার ২০০৩ সাল থেকে মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। সীমানা বিরোধের মামলা থাকায় ওই ইউনিয়নে প্রায় ২২ বছর নির্বাচন বন্ধ রয়েছে। ২০১৮ সালে সে বিএনপি থেকে এসে দল বদল করে আওয়ামী লীগে যোগদান করে বলে একটি সুত্র নিশ্চিত করেছে। সে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন বলেও জানা যায়।