হাবিবুর রহমান, (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখার দায়িত্বশীলদের নিয়ে এক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের পীরগাছা পূর্ব থানার সভাপতি হাফেজ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে ও পীরগাছা সরকারি কলেজের সভাপতি সেলিম আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মুনতাজির সালেহী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, জেলা মাজলিসুন মুফাসসিরের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের মানবসম্পদ বিভাগের সম্পাদক রবিউল ইসলাম, পীরগাছা পশ্চিম থানার সভাপতি আব্দুর রহিম সহ অনেকে।