সুনামগঞ্জ প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর
অংশগ্রহণ, ক্ষমতায়ন, জ্বালানি অধিকার নিশ্চিতকরণ এবং নীতি নির্ধারক
হিসেবে নারীর ভূমিকা মূল্যায়নের দাবীত সুনামগঞ্জে এক ব্যতিক্রমী
প্রচারাভিযানের আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুরে হাউস, ক্লিন (কোস্টাল লাইভলিহুড এন্ড এনভায়রনমেন্টাল একশন
নেটওয়ার্ক) ও বিডাব্লিউজিইডি (বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি
এন্ড ডেভেলপমেন্ট) -এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল
সারাদেশে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে নারীদের জ্বালানি
নিরাপত্তা প্রতিষ্ঠা করা।
প্রচারাভিযানে অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানির প্রসারের
প্রয়োজনীয়তা ও বিদ্যুৎ খাতে নারীর অন্তর্ভুক্তি বিষয়ে সচেতনতামূলক বার্তা
তুলে ধরেন। তারা জোর দিয়ে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে
জ্বালানি খাতে নারীর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বৃদ্ধি করতে হবে এবং সকল
স্তরে জ্বালানির ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করতে হবে।
সৃষ্টি যুব জাগরণ সংঘের সভাপতি তৃষ্ণা আক্তার রুশনা বলেন, “দেশে
ব্যবহৃত মোট জ্বালানির ৪৬ শতাংশই ব্যবহার হয় গৃহাস্থলির কাজে অর্থাৎ
নারীরাই সবচেয়ে বেশি ব্যবহার করছেন কিন্তু আমদানিকৃত জীবাশ্ম
জ্বালানির ফলে প্রতিনিয়ত বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির কারণে তারাই সবচেয়ে
বেশি ভুক্তভোগী হচ্ছেন।” তিনি আরও জানান, “নারীরা জ্বালানি খাতে
পরিকল্পনা থেকে বাস্তবায়ন, উৎপাদন থেকে বিতরণ সব ক্ষেত্রেই বঞ্চিত।
সারাদেশে নারীদের মালিকানায় মাত্র ২-৪ শতাংশ জমি থাকায় বিদ্যুৎ প্রকল্প
বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলি তাদের এড়িয়ে যান এবং পরামর্শ গ্রহণ
প্রক্রিয়ায় শুধুমাত্র সুবিধাভোগী হিসেবে তাদেরদের অন্তর্ভুক্ত করেন এবং
‘সংবেদনশীল বিষয়’’ হিসেবে দেখেন, কিন্তু সক্রিয় অংশীদার বা
নীতিনির্ধারক হিসেবে নারীদের স্বীকৃতি দেওয়া হয় না।” প্রচারাভিযানে
আরও বক্তব্য রাখেন, অনির্বান মহিলা সংঘের সভানেত্রী শিল্পী বেগম,স্বপ্ননীল
মহিলা সংঘের সভাপতি মাহিন চৌধুরী প্রমুখ।
প্রবণতা
- নতুন দল নিবন্ধনের ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত
- এ বছর ঈদুল ফিতরে সরকারি ছুটি ৫ দিন
- লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের মতে, গ্রাম-আদালত কার্যকরভাবে পরিচালিত হলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে।
- মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন
- সেহরির সময় ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত বেড়ে ৩৪২
- তৃতীয় ইউকে কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন
- চালের দামে ভোগান্তি ক্রেতার, পেঁয়াজে বিপাকে কৃষক!
- বাবার প্রেমের খবরে আবেগাপ্লুত আমির কন্যা!