কামাল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজ্জাক ফকিরের বিরুদ্ধে ইউপি সদস্য আনোয়ার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শনিবার (৯ মার্চ) কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য আনোয়ার হোসেন।
এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, গত শুক্রবার (৮ মার্চ) বিকেলে উপজেলার রায়নগর স্লুইচগেট বাজার এলাকায় কালিকাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজ্জাক ফকির সঙ্গীয় নাঈমুল ফকির, রেজাউল ফকির ও শুকুর আলী মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় সে গুরুতর আহত হলে তার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে ওই ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য বলেন, প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই রাজ্জাক ফকির কোনো ইউপি সদস্যের সঙ্গে পরামর্শ না করেই বিভিন্ন বিল উত্তোলন ও কার্যক্রম পরিচালনা করে আসছেন। এই অনিয়মের প্রতিবাদ করায় আনোয়ার হোসেনের ওপর লোকজন নিয়ে সে হামলা চালায়। আমরা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছি এবং হামলার সঠিক বিচার চাই।
হামলার বিষয়ে প্যানেল চেয়ারম্যান রাজ্জাক ফকির বলেন, রায়নগর স্লুইচগেট বাজারে বিএনপিকে নিয়ে আনোয়ার হোসেন আজেবাজে কথা বলছিলেন। এ নিয়ে শুকুরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। আমি ঘটনাস্থলে গিয়ে নিষেধ করলে সে আমার ওপর চড়াও হয়। তখন স্থানীয়রা তাকে আঘাত করে, এতে পড়ে গিয়ে সে মাথায় আঘাত পায়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।