সুমন গাঙ্গুলী
কলকাতা
ইতিমধ্যে বাংলার পাশাপাশি আরও একটি রাজ্যের ভোটের লিস্ট এ নাম থাকা অবৈধ ভোটার নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। গোটা ভারতের এই এক ব্যবস্থাতে বিজেপি নির্বাচন জিতছে বলে ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে প্রমাণসহ লিখিত অভিযোগ দিয়েছে রাহুল গান্ধী এবং তার দল জাতীয় কংগ্রেস এবার এই দুই রাজ্যে নাম থাকা অবাঙালী ভুয়ো ভোটারদের বিরুদ্ধে রাস্তায় নামল বাংলা পক্ষ নামে একটি সংগঠন।

বহিরাগত ক্রিমিনাল ও রোহিঙ্গামুক্ত ভোটার লিস্ট চাই। এই দাবিতে বাংলা পক্ষ আজ কলকাতার এক্সাইড মোড থেকে হাজরা মোড় পর্যন্ত বিরাট মিছিল করল। মিছিলে হাজার হাজার বাঙালী অংশ নেয়। মিছিলে গর্জন ওঠে, “দুই রাজ্যে ভোট যাদের, বাংলা থেকে তাড়াও তাদের।”
মিছিলে নেতৃত্ব দেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়।
উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায়, ডা: আব্দুল লতিফ, মনন মন্ডল, মহ: সাহীন, সৌম্যকান্তি ঘোড়ই সহ নানা জেলা সম্পাদক।
গর্গ চট্টোপাধ্যায় বলেন, “বাংলার ভোটার লিস্টকে শুদ্ধ করতে হবে। বাংলা পক্ষ দীর্ঘদিন যা বলছে, আজ মাননীয়া মুখ্যমন্ত্রী সহ অনেকেই সেটা বলছে। আমরা জানি বাংলা পক্ষ ঠিক বলছে এতদিন। যাদের দু রাজ্যে ভোটার কার্ড আছে, তাদের বাংলা ছাড়া করতে হবে। কারণ তারা ক্রিমিনাল। আমরা বাংলায় রাইরের রাজ্য বা রোহিঙ্গা ক্রিমিনাল চাই না। সরকার- প্রশাসন, সাধারণ বাঙালি সকলকে একসাথে কাজ করতে হবে। “
কৌশিক মাইতি বলেন, “বাংলা পক্ষ যা বলে, অনেক পরে বাকিরা বোঝে। কারণ বাংলা পক্ষ বাঙালির এ টিম৷ বাঙালির অধিকার সুনিশ্চিত করতে বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা গড়তে হবে। কারণ ওদের সংখ্যা বাড়লে চাকরি-কাজ-ব্যবসা দখল হয়। ক্রাইম বাড়ে। ভোটার লিস্ট শুদ্ধ করার সময় এসে গেছে।”