অন্তর্বর্তী কালীন সরকার যে সংস্কারের কথা বলছেন বিএনপি সেটা অনেক আগেই ৩১ দফার মধ্যে তুলে ধরেছিলেন। এই দফা গণমাধ্যমকর্মীদের লিখনীর মাধ্যমে প্রচার করার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম।
আজ শুক্রবার সন্ধায় নীলফামারীর কিশোরগঞ্জে প্রেস ক্লাবের গমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল শেষে এসব বলেন তিনি। তিনি আরও বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর যে পায়তারা চলছে বিএনপি তা কখনোই হতে দিবে না। এসময় কিশোরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ তনা, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সট- বিলকিস ইসলাম, সাবেক সংসদ সদস্য ও সদস্য, জাতীয় নির্বাহী কমিটি,বিএনপি।
মোঃ হারুন উর রশিদ,
নীলফামারী।