রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে পুলিশের বাধা অতিক্রম করে ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছিল নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।
শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল নিয়ে বিজয়নগরের দিকে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিল এগিয়ে যেতে চাইলে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষন পর আবার হিজবুত তাহরীরের কর্মীরা একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায়। এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রিক্সাওয়ালা আরমানকে হিজবুত তাহরীরের কর্মীদের মারতে দেখা যায়। সেনাবাহীনি তাকে ধরে ডিভি অফিসে নিয়ে যায়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়্যা এই খবর জানার পর ডিবি অফিস থেকে রিক্সাওয়ালাকে ছাড়িয়ে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।