সদরুল আইন, বিনোদন ডেস্ক:
আবারও বিয়ের পিঁড়িতে বসলেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। প্রায় এক মাস আগেই ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে বিয়ে সারেন এ অভিনেতা।
বৃহস্পতিবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। মিলন ও তার স্ত্রীকে দেখতে অভিনেতার বাড়ি থেকে ৫টি ছবি পোস্ট করেন তিনি।
পোস্ট করা ছবির ক্যাপশনে বিবাহিত জীবনের জন্য শুভকামনাও জানান চয়নিকা। চয়নিকার ভাষ্য, ‘অনেকে অনেক শুভেচ্ছা মিলন ও শিপা ভাবি। অনেক ভালো লাগলো, সুখী হও। আনন্দে ভাসো। তোমাদের জন্য ভালোবাসা।’
শুধু যে চয়নিকা নব দম্পতিকে দেখতে গিয়েছিলেন এমন নয়। ছোট পর্দার অনেক অভিনয়শিল্পীই মিলনের বাড়ি হাজির হন নতুন বউ দেখতে।
জানা যায়, মিলনের স্ত্রীর নাম শিপা। গত ৮ ফেব্রুয়ারি চট্টগামে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ফের নবজীবনের অনুভূতি জানিয়ে আনিসুর রহমান মিলন বলেন, তার বর্তমান স্ত্রী একটি মেডিকেল কলেজের হল প্রভোস্ট। এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তার ছেলে মিহরান।
তিনি বলেন, ‘আমার পরিবার থেকে আম্মা তার সন্তানকে নিয়ে যেমন চিন্তা করছে, তেমনি আমার সন্তান নিয়ে আমি চিন্তা করছি।
সেখান থেকে আমার মনে হয় আলহামদুলিল্লাহ, আমাদের সবার সিদ্ধান্ত হয়তো একটি ঠিক জায়গায় নেওয়া হয়েছে। আমি হ্যাপি, আমার এখন দুটি সন্তান।
আমার নিজের সন্তান এবং পরেরটাও আমার নিজের সন্তান। আমার স্ত্রীর একটি ছেলে আছে, ওর নাম রাইয়ান আর আমার ছেলের নাম মিহরান।’
অভিনয়ে নিয়মিত ফিরছেন কবে থেকে এমন প্রশ্নের জবাবে মিলন বলেন, ‘আমি তো ছেলের কারণেই বাহিরে আছি। আমার ওইখানে একটু ছোট্ট গোছানোর কাজ আছে, সেটি শেষ হলে আমি চলে আসব, কাজ শুরু করব। আমাকে আরও এক থেকে দেড় বছর ইন্ড্রাস্ট্রিতে সময় দিতে হবে।’
মিডিয়ায় দীর্ঘ সময় ধরে কাজ করছেন আনিসুর রহমান মিলন। মাত্র ১২ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন ‘আর্তনাদ থিয়েটারে’ যুক্ত হয়ে। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
ব্যক্তিগত জীবনে তার প্রথম স্ত্রী ছিলেন লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়। তবে তাদের দীর্ঘ ১৪ বছরের সুখের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৩ সালে।
এরপর পলি আহমেদকে বিয়ে করেন মিলন। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাদের সংসারে মিহরান নামে এক পুত্র সন্তান রয়েছে।
দ্বিতীয় স্ত্রী মৃত্যুর আড়াই বছর পর তৃতীয় বিয়ে করে নতুন জীবনে পা দিলেন মিলন। অভিনেতার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই শুভকামনা ও ভালোবাসায় ভাসছেন নবদম্পতি।