পরিবেশ দূষণ ও আইন লঙ্ঘনের অভিযোগে প্রশাসনের অভিযান চালিয়ে বন্ধ করা অবৈধ ইটভাটা মাত্র দুই দিন পরই পুনরায় চালুকরেছেন মালিকপক্ষ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় মালিকরা আবারও কার্যক্রম শুরু করেছেন।
প্রশাসনের অভিযান ও ইটভাটা বন্ধ
গত সোমবার (৪ মার্চ) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ করে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, কোনো অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনা, ফসলি জমির ক্ষতি এবং কার্বন নিঃসরণের মাধ্যমে পরিবেশ দূষণ করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
দু’দিন পরই চালু
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের অভিযান শেষ হওয়ার মাত্র দুই দিন পর মালিকপক্ষ আবারো ইট পোড়ানো ও ব্যবসা চালু করেন। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় মালিকরা বেপরোয়া হয়ে উঠেছেন।
মালিকপক্ষের বক্তব্য
এক ইটভাটা মালিক জানান, “আমাদের ব্যবসা বন্ধ হলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা আবারও কার্যক্রম চালু করেছি। তবে আমরা আইনি অনুমোদনের জন্য আবেদন করবো।”
প্রশাসনের প্রতিক্রিয়া
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। যদি কেউ আইন অমান্য করে ইটভাটা চালু করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবেশবিদরা বলছেন, যথাযথ আইন প্রয়োগ না হলে এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা কঠিন হয়ে পড়বে। স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।