সালেক হোসেন রনি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া খেয়াঘাট এলাকা থেকে ০৬ (ছয়) কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে অষ্টগ্রাম থানার উপ পরিদর্শক এ.কে.এম মোশাররফ হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার সময় ইকুরদিয়া খেয়াঘাট সংলগ্ন কৃপাসিন্ধু দাস এর ঔষধের দোকানের সামনে থেকে ০৬ (ছয়) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি হবিগঞ্জ জেলার সদর উপজেলার চরিপুর গ্রামের মো. আলকাস মিয়ার ছেলে মো. জিসান মিয়া (১৮)।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন।