লক্ষ্মীপুর প্রতিনিধি: আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি থাকলেও মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার কে সংবর্ধনা ও সম্মাননা থাকছেনা। এ ছাড়া পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ওই দিন সকল ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ০৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযথ ভাবে পালন উপলক্ষে প্রস্ততিমূলক সভায় তিনি এ তথ্য জানান।
জেপি দেওয়ান আরও বলেন, সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সভাকক্ষে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে মাহে রমজানে মহান স্বাধীনতা দিবসের দিন মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি পত্রের মাধ্যমে প্রশাসনকে অবহিত করা হয়েছে। সেই কারণে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও একই সিদ্ধান্ত নিয়েছে।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক প্রমুখ।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস লক্ষ্মীপুরে যথাযথ পালনের ক্ষেত্রে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক।
প্রবণতা
- সিলেটের চারাগাঁও সীমান্তের জঙ্গলবাড়িতে দুই কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ
- খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
- বাকেরগঞ্জে লাইসেন্স বিহীন ইট ভাটায় ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট এর অভিযান
- যশোর সীমান্তে এক মাসে ৫ কোটি ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
- কাপাসিয়ায় বিএনপির বিশাল ইফতার মাহফিল
- শেরপুর ঝিনাইগাতীতে ৩২ বোতল মদসহ র্যাবের হাতে আটক ১
- জেসিআই বাংলাদেশের উদ্যোগে ‘ইফতার হোক সবার’ আয়োজন
- রংপুর ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন পবিপ্রবির আত্মপ্রকাশ