সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
শ্রীমঙ্গল থানার পুলিশ ৫ মার্চ ভোরে দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে এবং উদ্ধার করেছে চোরাইকৃত ৪টি গরু। গ্রেফতারকৃতরা হলেন কাদির মিয়া (৩৬) এবং তাজুদ মিয়া (৪৫),যারা শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার গোয়াল ঘর থেকে গরু চুরি করে এনে বিক্রির পরিকল্পনা করছিল।
পুলিশ জানায়,’ গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা গ্রামের বিশ্বনাথ গোয়ালার গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। তথ্য পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান চালানো হয় এবং ৪টি গরু উদ্ধার করা হয়। এরপর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়’।
এ ঘটনা পুলিশ বিভাগের সফল অভিযান হিসেবে চিহ্নিত হয়েছে,যা স্থানীয় এলাকায় চুরির বিরুদ্ধে তাদের কঠোর পদক্ষেপের একটি উদাহরণ।