আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আওয়ামী দোসরদের নামে থাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপনা সংখ্যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্র মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপনা নাম সিন্ডিকেটের ২৬৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী নাম পরিবর্তন করা হলো।
পরিবর্তিত নাম হলো শেখ হাসিনা হল— জুলাই–৩৬, শেখ রাসেল হল— শহীদ আনাছ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল— শাহ আজিজুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল— উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল, ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন— ইবনে সিনা বিজ্ঞান ভবন।