আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম এয়াকুব আলী পদত্যাগ করেছেন। আজ বুধবার দুপুরবেলা তিনি নিজেই আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাইস-চ্যান্সেলর বরাবর পাঠানো পদত্যাগ পত্রে বলা হয়েছে, আমি আনুমানিক চারমাস পূর্বেই পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করি। অদৃশ্য কারণে আমার পদত্যাগ পত্রটি গ্রহন করা হয়নি। এই পদে দায়িত্ব পালনে আমার কোন স্বার্থ নেই। বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমি এই দায়িত্বটি নিয়েছিলাম। আমি আপনাকে মৌখিক ভাবেই অনেকবার বলেছিলাম আমি এই দায়িত্ব পালন করতে আগ্রহী নাই।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, আমি অনেক আগেই পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করতে চেয়েছি। কিন্তু উপাচার্য নিজের স্বার্থে আমাকে দায়িত্ব পালন করে যেতে বলেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে। এখানে আমার কোনো স্বার্থ নেই।
এর আগে গতকাল মঙ্গলবার প্রশাসনিক পদে নিজেদের পছন্দের লোক নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কার্যালয়ে দফায় দফায় কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের মাঝে হট্টগোল হয়। হট্টগোলের সময় সাংবাদিকরা প্রবেশ করতে গেলে আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে বাধা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।