শিরোনাম
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক   » «    থানায় লুট হওয়া অস্ত্রহ উদ্ধার   » «    জয়পুরহাটের কালায়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা   » «    মৌলভীবাজারে ১ কোটি ৩৮ লক্ষ টাকার মাদকদ্রব্য পুড়িয়েছে বিজিবি   » «    জয়পুরহাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ৯ দফা, অন্যথায় কঠোর অন্দোলনের আল্টিমেটাম   » «   

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

 

গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন, শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছে শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকে। গত ২২ জানুয়ারি বুধবার বিকেলে পনাইরচক উচ্চ বিদ্যালয় মাঠে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মুহিবুল হক এবং পরিচালনা করেন আল ফালাহ জামেয়া ইসলামিয়ার সুপার মাওলানা আব্দুল কাদির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার শাহজাহান বলেন, “প্রবাসীরা দেশের বাইরে থেকেও নিজেদের এলাকার মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছেন। শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা তারই একটি উজ্জ্বল উদাহরণ। সংস্থার সভাপতি ও সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, “পনাইরচক উচ্চ বিদ্যালয় কুশিয়ারা নদীর ভাঙনের হুমকিতে রয়েছে। এই বিদ্যালয় রক্ষায় প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” অনুষ্ঠানে ইউনিয়নের ১১টি পরিবারকে ঢেউটিন, ৪০০ জনকে শীতবস্ত্র এবং ১ লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। তারা জানান, এই সহযোগিতা তাদের শীতের কষ্ট কিছুটা লাঘব করেছে। অনুষ্ঠানে বক্তৃতা দেন গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ জামাল, বাদেপাশা ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, পনাইরচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল বিশ্বাস, ইউনিয়ন জামায়াতের সভাপতি আফতাব উদ্দিন, বিএনপি নেতা শরীফ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রাণ বিষয়ক সম্পাদক আলাউর রহমান আলাল, মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুতুব উদ্দিন, ডা. মীর কাওছার হোসেন, এবং ব্যবসায়ী ছাদিকুর রহমান।

সংস্থার সভাপতি মুহিবুল হক জানান, ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে আরও বড় উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেন এবং সংস্থার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের এই উদ্যোগ প্রমাণ করে যে প্রবাসীরা দেশের মানুষের জন্য কতটা নিবেদিতপ্রাণ। তাদের এই প্রচেষ্টা স্থানীয় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন * শীতবস্ত্র ও অর্থ বিতরণ
সাম্প্রতিক সংবাদ