শিরোনাম
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক   » «    থানায় লুট হওয়া অস্ত্রহ উদ্ধার   » «    জয়পুরহাটের কালায়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা   » «    মৌলভীবাজারে ১ কোটি ৩৮ লক্ষ টাকার মাদকদ্রব্য পুড়িয়েছে বিজিবি   » «    জয়পুরহাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ৯ দফা, অন্যথায় কঠোর অন্দোলনের আল্টিমেটাম   » «   

বুরো মৌসুমে ব্যস্ত ভূরুঙ্গামারীর চাষিরা: কনকনে ঠান্ডার মাঝেও মাঠে প্রাণচাঞ্চল্য

উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শুরু হয়েছে বুরো আবাদের মৌসুম। কনকনে ঠান্ডা উপেক্ষা করে মাঠে নেমে পড়েছেন স্থানীয় কৃষকরা। ফসল উৎপাদনের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন তারা।
এ অঞ্চলের কৃষকরা জানান, বুরো ধান চাষ তাদের অর্থনৈতিক জীবনের একটি বড় অংশ। ধানের চারা রোপণ থেকে শুরু করে পরিচর্যা পর্যন্ত প্রতিটি ধাপে তাদের কঠোর পরিশ্রম করতে হয়। তবে এবারের শীতের তীব্রতা চাষাবাদে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছে।
উপজেলার চাষি মো. শফিকুল ইসলাম, “প্রতিদিন সকালে ঘন কুয়াশা আর ঠান্ডা হাওয়ার কারণে কাজ করা কঠিন হয়ে পড়ছে। তবুও বুরো ধান চাষ করতে হচ্ছে। আশা করি, এবারের ফসল ভালো হবে।”
এদিকে কৃষি অফিস জানিয়েছে, ভূরুঙ্গামারীতে এ বছর বুরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ৪৮৫ হেক্টর জমিতে। কৃষকদের সঠিক পরামর্শ দিতে নিয়মিত তদারকির ব্যবস্থাও করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন, “শীতের কারণে চাষিদের কিছুটা সমস্যা হলেও আমরা তাদের প্রয়োজনীয় সার, বীজ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। আশা করি, ভালো ফলন হবে।”
বুরো মৌসুমকে কেন্দ্র করে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে বলে আশা করছেন কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা। তবে প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি সহযোগিতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ