ফরিদপুর জেলা প্রতিনিধি:
ওয়ালটন পণ্য কিনে ১০ লাখ টাকা জিতেছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এক ক্রেতা।
মিলিয়নিয়ার অফারের ওয়ালটনের একটি ফ্রিজ কিনে ১০ লাখ জিতেছেন রাসেল ফকির , তিনি পেশায় একজন কম্পিউটার অপরেটার।
এই মিলিয়নিয়ার অফারে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা।
ওয়ালটননের ডিজিটাল ক্যাম্পেইন সিজন -২২ এ ওয়ালটন প্লাজা চরভদ্রাসন থেকে ফ্রীজ কিস্তিতে ক্রয় করে ১০ লক্ষ টাকা পুরুষ্কার পেলেন গ্রাহক জনাব রাসেল ফকির।
আজ ০৪-০৩-২০২৫ ইং রোজ মঙ্গলবার চরভদ্রাসন আদর্শ স্কুল মাঠে ওয়ালটনের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার চেক প্রদান করেন জনপ্রিয় চিত্র নায়ক আমিন খান
এছারাও উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ জনাব রজিউল্লাহ্ খান ওয়ালটন প্লাজার চিফ সেলস্ এক্সিকিউটিভ জনাব ওহিদুজ্জামান তানভীর ডিভিশনার হেড- আল মাহফুজ খান ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার: শাহানুর আলম ফরিদপুর এরিয়ার রিজিওনাল ক্রেডিট ম্যানেজারঃ মিজানুর রহমান জোয়ারদার ওয়ালটন প্লাজার চরভদ্রাসনের শাখা ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম সহ ফরিদপুর এরিয়ার অন্যান্য প্লাজার ম্যানেজার বৃন্দ।
ডিভিশনার হেড- আল মাহফুজ খান, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার: শাহানুর আলম, ফরিদপুর এরিয়ার রিজিওনাল ক্রেডিট ম্যানেজারঃ মিজানুর রহমান জোয়ারদার, ওয়ালটন প্লাজার চরভদ্রাসনের শাখা ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলামসহ ফরিদপুর এরিয়ার অন্যান্য প্লাজার ম্যানেজার বৃন্দ।