জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিন্যান্স ক্লাবের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেসিডেন্ট হিসেবে ফিন্যান্স বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের মোঃ সোহেল হোসেন এবং সেক্রেটারি হিসেবে উক্ত বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের মোঃ হেলাল উদ্দিন কে মনোনীত করা হয়।
গত ২৭ জানুয়ারি ১৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ ফিন্যান্স ক্লাবের অনুমোদন দেন উক্ত বিভাগের তৎকালীন চেয়ারম্যান ড. মোঃ ছগীর হোসেন খন্দকার। যা ৪ মার্চ(মঙ্গলবার) প্রকাশিত হয়।
কমিটিতে ভাইস প্রেসিডেন্ট খাদিজা আক্তার এবং বিজয় বণিক; জয়েন্ট সেক্রেটারি জিতু বড়ুয়া; ট্রেজারার আশরাফুল ইসলাম এবং মিডিয়া সেক্রেটারি হিসেবে আবুবকর সম্পদ কে মনোনীত করা হয়।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কমিউনিটিকেশন সেক্রেটারি সোওমিতা রয়, ডেপুটি কমিউনিকেশন সেক্রেটারি ইশরাত জাহান মুনা; গেম এন্ড কালচারাল সেক্রেটারি সাইফুল ইসলাম, ডেপুটি গেম এন্ড কালচারাল সেক্রেটারি আবির হোসেন; ডেপুটি ট্রেজারার আব্দুল্লাহ আল নোমান; একাডেমি এফেইয়ার সেক্রেটারি মারজিয়া রহমান অর্পা, ডেপুটি একাডেমি এফেইয়ার সেক্রেটারি ইশরাত জাহান এশা; রিসার্চ এন্ড পাবলিকেশন সেক্রেটারি নুসরাত জাহান হাফসা, ডেপুটি রিসার্চ এন্ড পাবলিকেশন সেক্রেটারি নাবিল; ইভেন্ট সেক্রেটারি সায়রা হক, ডেপুটি ইভেন্ট সেক্রেটারি ইমন সিকদার; ডেপুটি মিডিয়া সেক্রেটারি তানজিল হাসান।
এ বিষয়ে ফিন্যান্স ক্লাবের নবগঠিত কমিটির প্রেসিডেন্ট সোহেল হোসেন বলেন, স্যারদের প্রতি আমি কৃতজ্ঞ তারা আমাকে যোগ্য মনে করে আমার উপর দায়িত্ব দিয়েছে। আশাকরি আমরা সবাই মিলে একটা সুন্দর সময় পার করবো। আমরা সবাই নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আমাদের ক্লাবকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে।
এ বিষয়ে ফিন্যান্স ক্লাবের নবগঠিত কমিটির সেক্রেটারি বলেন, আমাকে দায়িত্বভার প্রদানের জন্য চেয়ারম্যান স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সহযোগিতায় আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করবো।